অযাচিত ।। কৃষ্ণেন্দু কুইলি

শুনে তার কথা গুলো মনে বড় দয়া হয় ,
ডেকে বলি কর কি ? দুঃখ কি অতিশয় ?
বাড়িতে কে কে আছে মাতা পিতা সজ্জন ,
মামা কাকা পিসি মাসি আপনার প্রিয়জন ?
থাক কোথা খাও কি রোজ স্কুলে যাও কি ,
জামাপ্যান্ট বই খাতা পেন্সিল চাও কি ?
শুনে সে অমনি চটপট দিল লাগা হন্টন ,
পিছু নিয়ে ডেকে বলি শোন বাবা পল্টন !
কিবা তোর প্রয়োজন বল মোরে কি কি চাই
ফিক করে হেসে বলে , ওসবে ভড়কাই ৷
আছে কি লাগেনা বইখাতা পড়াশুনা বুদ্ধি
পেলে যা ধন্য করবে সকলে নিন্দুকশুদ্ধি I

কৃষ্ণেন্দু কুইলি
গ্রাম - পার্বতীপুর , পোষ্ট ও থানা - তমলুক , 
জেলা - পূর্ব মেদিনীপুর , পিন - ৭২১৬৩৬
পেশা - শিক্ষকতা।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post