পাষাণ ।। কৌশিক রায়


ক‍্যানে রে তুই এ‍্যাতোয় পাষাণ
ভাঙিলু সুখের ঘর,
কি দোষে মোক বানালু দোষী 
করিলু মোক পর।

আগোত তো স‍্যাই কইছিস
না ছাড়িবু মোর হাত,
তোর জবানের কুনোয় দাম নাই
না হইস মানষির জাত?

তোর নাই যে সরম নাই যে মান
বাড়িত আছে ছাও,
এলা কি তোর পিরিতি করা সবায়
চেতনা নাই গাও?

মুই, ঘাটার পাকে চায়া থাকং
থালিত ভাত বারি,
তুই, বিয়ার গিত্তানী বাড়িত থুইয়া
ঘুরিস কার হাত ধরি?

মিছা কাথা কয়া তুই
মোক দিস ফাকি,
তুই না হইস মানষির জাত
বুঝির না নইল বাকি।


নাম- কৌশিক রায়।
পোস্ট - খোয়ারডাঙ্গা।
জেলা- আলিপুরদুয়ার।
থানা - কুমারগ্রাম।
পিন-৭৩৬২০২

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post