MrJazsohanisharma

পাষাণ ।। কৌশিক রায়


ক‍্যানে রে তুই এ‍্যাতোয় পাষাণ
ভাঙিলু সুখের ঘর,
কি দোষে মোক বানালু দোষী 
করিলু মোক পর।

আগোত তো স‍্যাই কইছিস
না ছাড়িবু মোর হাত,
তোর জবানের কুনোয় দাম নাই
না হইস মানষির জাত?

তোর নাই যে সরম নাই যে মান
বাড়িত আছে ছাও,
এলা কি তোর পিরিতি করা সবায়
চেতনা নাই গাও?

মুই, ঘাটার পাকে চায়া থাকং
থালিত ভাত বারি,
তুই, বিয়ার গিত্তানী বাড়িত থুইয়া
ঘুরিস কার হাত ধরি?

মিছা কাথা কয়া তুই
মোক দিস ফাকি,
তুই না হইস মানষির জাত
বুঝির না নইল বাকি।


নাম- কৌশিক রায়।
পোস্ট - খোয়ারডাঙ্গা।
জেলা- আলিপুরদুয়ার।
থানা - কুমারগ্রাম।
পিন-৭৩৬২০২

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।