নগরের মেঘলা দুপুরে ।। অঞ্জলি দেনন্দী মম

হাঁটছি - জনপদে।
অলস, ধীর পদে।
অনেকেই হাঁটছে।
তবে ব্যস্ত পদক্ষেপে।
রাস্তার ধারে সস্তার কত
জিনিস-পত্তর ঢালা যত।
খদ্দেররে একমনে ঘাঁটছে।
বিক্রেতারা অপেক্ষায় - দৃঢ়তায়;
দরাদরি - দাঁতে দাঁত চেপে।
তারা শক্ত রোজগারের বীরতায়।
ক্লান্তিহীন আমার প্রিয় পথ ও।
যেথা মনুষ্য-পা চলে - শত শত শত...
কঠিন বাস্তবতায় - যন্ত্রের মত।
জীবন বাঁচাতে সবাইই কর্মরত।
নগরের মেঘলা দুপুরে আমি,
হেঁটে চলেছি দেহ সুস্থ রাখতে।
বয়স আশি ছুঁয়েছে।
চলাচল জরুরি, ভালো থাকতে।
পাশে স্ত্রী - আমি তারই স্বামী।
ওর কোমর নুয়েছে।
আমরা রোজই হাঁটাহাঁটি করি।
পাশাপাশি হাসাহাসি ভালোবাসাবাসি,
নিজেদের নিজেরাই আনন্দে ভরি।
গল্প কথার জোয়ারে দুজনেই ভাসি।
এভাবেই আগামীও কাটবে, আশা আছে।
আজ মেঘলা, তাই আবছা আলো।
আকাশে জমাট, কালো কালো।
পাখি ডাকে গাছে গাছে গাছে...
মেট্রো রেলের আওয়াজ শুনতে পাই।
পথের পাশে দাঁড়িয়ে আমরা চা কিনে খাই।
চা - এর যে কোন বিকল্প নাই।
চা - তা তো চা-ই।
চা খেয়ে ফের হেঁটে চলে যাই।
হাঁটাহাঁটিটি করা চাইই চাই।

(নগরের মেঘলা দুপুরে ।।  অঞ্জলি দেনন্দী মম)

ঠিকানা
পি- ১১৪
পি এক্সটেনশন
মোহন গার্ডেন
উত্তমনগর।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post