এমন নয় যে আমি বুঝতে পারি না, অনায়াসে তোমার
অবহেলা গুলো দুহাতে সরিয়ে রেখে
প্রতি মুহূর্তে নিজেকে সস্তা করি।
এমন নয় যে আমি বুঝতে পারি না,
সমস্ত ব্যস্ততার ফাঁকে একটুকরো চাঁদের আলো
আমায় সারারাত জাগিয়ে রাখে।
তোমার সমস্ত কার্পণ্য গায়ে মেখে
নির্লজ্জ বেহায়ার মতো বারবার ছুটে যাই;
এমন নয় যে আমি বুঝতে পারি না।
তোমার চিলেকোঠার উপর অন্য শালিখ ঘর বেঁধেছে,
শুধু তুমিই বুঝতে পারোনি কিভাবে
একটু একটু হারিয়ে ফেলছো আমায়।
বিদ্যুৎ মিশ্র
কাশীপুর, পুরুলিয়া