দংশন ।। দয়াময় পোদ্দার

 

লকলকে জিভে এগিয়ে আসছে ফণা
                                 খুবই নিরীহ হাস্যমুখ,
কেন্দ্রবিন্দু জুড়ে শিশির উগড়ে রাখা ;
সেই মোহনীয় ব্যাপ্তি চেটে খেয়ে নেয়
মাটি, আর উজানের চাঁদ।বোধহীন এই সমর্পনে
কঙ্কাল ছাড়া কিছু অবশিষ্ট থাকেনা!
একবার মাত্র, তারপরে রয়ে গেছে
অনন্ত উড়ান।
জিভের নিচে গুপ্ত বিষ রেখে- কেউ
প্রতিদিন দংশিত হয়!

দয়াময় পোদ্দার
পশ্চিমবঙ্গ, ভারত 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।