নদীর তীরে প্রজাপতি
ফুলবাগানে ছোটে
বাগান জুড়ে হাসনাহেনা
শিউলি বকুল ফোটে।
পদ্মদিঘি নীল জলেতে
শাপলা শালুক মিলে
কোরাস তুলে ডাহুক পাখি
জল থই থই বিলে।
মেঘের আকাশ নুইয়ে পরে
দূর পাহাড়ের গায়ে
সাদা কাশের আলো ছায়া
ঢেউ ভাঙা এক নায়ে।
কাশের দেশে বক সারসের
হাওয়ায় দোলে বাসা
মেঘপরিদের সাথে কী যে
নিত্য যাওয়া আসা।