ফুল ফুটেছে,ভ্রমরের কত আশা!
মিথ্যাচারে হবে না ভালোবাসা।
প্রেম লগ্নে সত্তার এ ফুল যে পাবে,
প্রভুর বর দানে সে বিজয়ী হবে।
ফুলের গন্ধে বসুধা যাবে ভরে,
আসবে ভ্রমর সত্য প্রেমের তরে,
নীলাকাশ ও সবুজ বন পাড় করে।
যদি কখনও অকালে ফুল ঝরে?
ভ্রমরের মন যায় যে তখন পুড়ে
এ বন থেকে ও বনে বেড়ায় উড়ে
বসে সেথায় কুঁচি পাতার উপরে।
প্রাণি কূলে মানুষ যদি শ্রেষ্ঠ হয়,
প্রেম লগ্নে সত্তার কাছে কেন্ অবক্ষয়?
ফুল- ভ্রমরের প্রেম সত্য, জীবনেরই আলো,
মানুষ-মানুষ যুদ্ধ করে কত প্রাণ হারালো।
শিক্ষার্থী
ব্যবসায় ব্যবস্থাপনা বিভাগ
কুড়িগ্রাম সরকারি কলেজ, কুড়িগ্রাম।