মাঝে মাঝে তো ভয় হয় !
ভীষণ ঝড় , বন্যা , দাবানল
আবহাওয়ার বিরাট পরিবর্তন ।
দেহের রক্ত হীম হয়ে আসে
মস্তিষ্কের নিউরন ঘুরপাক খায়
বাস্তুতন্ত্রের এ কি ভয়াবহ রূপ ?
দেশ-বিদেশের বিভিন্ন শহর , শহরতলি ,গ্রাম
কখনও বন্যায় বিধস্ত , দাবানলের রোষ ,
ঝড়ের প্রকোট ।
এর সাথে জড়িত ! আমরাও
আমাদের সীমাহীন লোভ-লালসা
অপরিসীম টাকার উপঢৌকন ।
পাল্টে দিচ্ছি , পাল্টে যাচ্ছে
চির পরিচিত আমাদের বাস্তুতন্ত্র
আর বসুন্ধরা !
লোভের দৃষ্টি পড়ছে বনভূমিতে
চিরসবুজ গাছপালা নিধন , হারিয়ে ফেলছি ।
গ্রীন হাউস গ্যাস বেড়েই চলছে , দিনের পর দিন ।
কঙ্কাল দশায় ভুগছে , আমাদের বিশ্ব
সুজলা সুফলা ।
হারিয়ে যাচ্ছে সুন্ধর পরিবেশ ।
এখন চাই আমাদের মানসিকতার পরিবর্তন ।
উষ্ণ প্রসবনে বরফ গলছে বিপুলহারে !
জলস্তর বেড়ে যাচ্ছে ক্রমশঃ ।
সমুদ্র ফুঁসছে , বড় বড় শহর জলমগ্ন হওয়ার সম্ভবনা ।
অপর দিকে দাবানলের লেলিহান শিক্ষা ।
আমাদের হুস হচ্ছে না
ভয়াবহ দিনের অপেক্ষায় , আমরা ।
একটু সজাগ হই , বসুন্ধরা রক্ষায় এগিয়ে আসি
আগামী দিন গুলি স্বস্তিতে কাটুক -
এটাই ভাবছি !