প্রেম তো একটা নাম মাত্র,
আমরা শুধু খুঁজি জীবন পারাপারের সেতু,
কোনো নদীরই নেওয়া হয়নি অধীর অনুমতি
-প্রবাহিত করার প্রথম সিদ্ধান্তে,
দায়িত্ব একমাত্র দু কূলকে দূরত্বে রেখে বানানো বিরহ,
আর ছুটে চলার ভান করতে করতে পৌছে যাওয়া শেষ তক,
আসলে সবই পরিকল্পিত শুধু সময়ের আর্জি,
লম্বা সময়ের ভয়ে এটা ওটা দিয়ে কেটে ফেলা,হৃদয়-
হচ্ছে নাম; জমজমাট সময় কাটানো।
আর কাটতে কাটতে লীন এই নামকরা জীবন,
বনের ঘরদোর ছেড়ে আসা,
প্রাণের ডাক উপেক্ষা করার
- পাপপ্রবণ এই জুয়ার রেস হলো জীবন,
কোনো সান্ত্বনা না,প্লিজ-
শুধু দন্ড শুনতে এসেছি এদ্দূর খুঁড়িয়ে-এড়িয়ে,
বড়োজোর আদেশের আগে মাথা আমার নত হবে-
পীড়িতের নিপীড়ক আমি বৈ কী!
-শ্রেষ্ঠ মুহূর্ত'র ডাকে এসেছি খালি,
মহা ভাঙন আপন করে নিতে।