আজীবন কেটে গেল বিচারাধীন বন্দি,
বিচার আর হলো না শেষ
ধূর্ত তারিখ গুলো শুষে নিল সময়,
পঙ্গু পরিশ্রমরা কাতরায়, কিছুই হলোনা শেষ,
একটা তারিখই শুধু অবশেষ,
সেদিন নিভে যাবে আলো আর আপসোস।
বিলম্ব রায় দানে শুধুই তীর্যক তর্কের কাটাকুটি,
সাওয়াল-জবাবে কিছুই হলো না প্রমান--
আমি কি?
রাজসাক্ষী না আসামী?