পিকনিক ।। শুকদেব দে


কিন্তু তারপর কি হবে?
যখন সূর্যটা ডিমের কুসুমের মতো গলে যাচ্ছে বাতাসে,
আঁশটে একটা গন্ধ নদীর চরে,
ওপারে আলোগুলো জ্বলে উঠছে একে একে...
আর এঁটো পাতাগুলো তখনো চাটছে কুকুরে...

পরের দিন আবার সেই বুভুক্ষু বুড়ি মানুষের দল
জায়গাটা ঝাঁট দিয়ে
কয়েকটা ছেলেপুলে নিয়ে আবার দাঁড়াবে
খাবারের খোঁজে৷

তার পরের দিন আরও অন্য এক পিকনিক৷

এইমাত্র সবই ছিল,আছে,তবু তো কিছুই নেই;
প্রকৃতির রাজপ্রাসাদে আমরা শুধুই ভাড়াটিয়া৷

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post