এইসব শীতাভ সন্ধ্যায় একলা সময় কাটানো ভোগান্তির
দুনিয়ার তাবৎ চিন্তা মস্তিষ্কে আনাগোনা করে সহসাই।
কি করিনি, উচিত-অনুচিত, জাগতিক দেনা-পাওনার
বিস্তৃত সব ভাবনা আমাকে নিয়ে খেলে নানান খেলা।
জাগতিক মায়ার মোহনজালে আটকে থাকে বাস্তব
অবাস্তব সম্পর্কের উন্নতি অবনতির নানা জটিলতা।
নিজেকে বড্ড অপাংতেয় মনে হয়,নানাবিধ অঙ্কের
মারপ্যাঁচ ভুলে যাই, সরল পথের সন্ধান চলে মগজে।