১.
তুমি কী আর এমন
ব্যঞ্জনবর্ণের চন্দ্রবিন্দু
নুকতা ধরে থাকে যেমন!
২.
পিরিতের কী আর বিষ
তোর বুকেতে আমার
শোনা, মুখটা গুঁজে নিস।
৩.
রাত কি আর জানে?
বিরহে যে কেঁপে উঠি
তার সংগমের মাঝখানে!
৪.
আমি কী আর একা,
তোমার সঙ্গে হচ্ছে
রোজ, বেদনায় দেখা!
আপনিও লেখুন বর্ণপ্রপাতে