ভাষা তুমি বদলে গেছো
নিভৃত ওই অন্তরালে।
একদিন,তোমার বিপ্লবে কত রক্ত ঝরেছে,
সেদিনের কথা আজ বিলুপ্ত পথে!
নতুন সভ্যতা আসবে যাবে,
ভাষার বিপ্লব কতদিন থাকবে?
সভ্যতা আজ স্বার্থ খোঁজে,
নিজেকে বিবেক দিয়ে বুদ্ধিজীবী ভাবে!
প্রতিবাদ কেন? কাঠ ঠুকরে ঠুকরে মরে,
সভ্য ভাষা স্বার্থের দুনিয়ায় ---
নিজের বিবেক-বুদ্ধি হারিয়ে ফেলে!
কলমের কালি ফুরিয়ে যাবে,
শিক্ষা সেদিন লুটোপুটি খাবে।
কোথায় আমার হৃদয় ভাষা?
তুমি ও আজ হয়েছো ভোঁতা!
চিরকাল অযোগ্যের কাছে....
তুমি কেন একটা পরাধীনতা?