কবি সত্যবাদী হলে ।। শাওন আসগর



কবি সত্যবাদী হলে 
দূরবর্তী সমুদ্রের জলরাশি হয়ে যায় হিরের খনি
গ্রহের অভ্যন্তরে লুকায়িত ধুলো
অরণ্যের ভেতর আলিঙ্গন করে থাকা সবুজ বৃক্ষ 
তারাপুঞ্জের মতোই তাঁর চোখে ফোটে জ্যোতির্ময় ফুল।

কবি সত্যবাদী হলে
দুর্বৃত্ত দানবীয় বাতাস থেকেও আসে সুগন্ধের ঢেউ
আঘাতে আঘাতে আর তাঁকে হটাতে পারে না কেউ
তাঁর হৃদয়ের প্রসস্থ বুকে গোপনে ঘুমিয়ে থাকে অসীম ক্ষমতার হেরিডিটাস আলি
অপ্রতিরোধ্য কবি সর্বংসহা হয়ে জয় করেন জীবনের পঙ্কিল পথ।

কবি সত্যবাদী হলে
তাঁর চোখ থেকে গলে গলে প্রস্রবনের মতো গড়িয়ে যায় প্রেমাশ্রু
পদযুগল এগিয়ে যায় সত্যের পথে, অসত্য বিনাশে
হাতের আঙ্গুল থেকে উৎক্ষিপ্ত হয় সাম্যবাণীর ক্ষেপণাস্ত্র
কণ্ঠ থেকে নির্গত হয় অবিরাম নান্দনিক স্বর।

কবি সত্যবাদী হলে প্রতিনিয়ত আলিঙ্গন করেন দুঃখের আকাশ
জীবনের সব ভুল ফুল হয় চোখের আলোয়।

০৪.০১.২০২৪ 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post