বাতাসে হালকা শীতের আমেজ
নিয়ে এলো শুস্কতা
ঠোট -চামড়া ফেটে যাওয়া জানায়
শীতের রুক্ষতা
বয়ে উত্তরে হিমেল বাতাস
কুয়াশা ঢাকা ভোর
শিশির ভেজা ঘাস মাড়িয়ে
মন উদাসী মোর
বাজারে আসে হরেক সবজি
নানা রঙ বেরং
শীতের হরেকভপিঠে, খেজুরের রস
উতসবের সং
শহরে হয় গানের কন্সার্ট
গ্রামে বাউল- পালা-যাত্রা
কোথাও বা ধর্মীয় উয়াজ মাহফিল
আনে শীতে নতুন মাত্রা
রোদ দেয় ছাদ- উঠানে লেপ কম্বল
বের করে কাপড় গরম
কেউ বের করে চাদর আলোয়ান
দেয় ওম পরম
শীত নয় কেবল প্রতীক জুবুথুবু
এ যেন আজ স্মার্ট সিজন
নানান বর্নের পোষাক বৈচিত্রে
ভাবি নিরালায় বিজন
হু হু বাতাসে নামে হিমালয়ের শৈত্য প্রবাহ
দেয় যেথায় হাড় কাপিয়ে
গরিব লোকগুলো পায় কস্ট
শীতবস্ত্র বিতরণে নামুন ঝাপিয়ে