শীতের রাতে কষ্ট ভীষণ
গরিব দুখি যারা,
লেপ কম্বল নেই তাদের ঘরে
কোথায় যাবে তারা?
ছিন্নমূল বা টোকাই বলে
যাদের আমরা জানি,
বস্তি কিংবা ফুটপাতে তো
টানছে রাতের ঘানি।
টোকাইদের তো ঘরবাড়ি নেই
নেই তো কাঁথা কম্বল,
পুরোনো ওই ময়লাযুক্ত
ছেঁড়া কাপড় সম্বল।
সারারাতে শীতে মরে
শীতের কামড় খেয়ে,
উত্তর হতে শীতের বুড়ি
আসছে ভীষণ ধেয়ে।