হিমেল হাওয়া জড়িয়ে নিলো সারা শহর গ্রাম
কোথায় তুমি থাকো বলো কোথায় তোমার ধাম?
উত্তর থেকে আসো নাকি এটুকুই শুধু জানা
তোমার কি গো পাখির মতো আছে দুয়েক ডানা?
আসলে তুমি আমার গাঁয়ে শীতের কষ্ট নিয়ে
যদি পারো কাঁথা কম্বল আনতে পারো গিয়ে।
হিমেল হাওয়া আরও এনো রোদ ঝলমল আলো
বসুন্ধরা তোমায় নিয়ে সাঁজবে জমকালো।
তুমি আসলে ঝিলের ধারে আসে নানান পাখি
চক্ষু জুড়ায় তাদের দেখে প্রাণেতে ছবি আঁকি।
তুমি এলে বন বনানী হরিৎ রঙে খেলে
শিশির বিন্ধু টুপটুপাটুপ পড়ে ঘরের চালে।
তুমি আসলে ফায়ার ক্যাম্পে চলে গান আর নাচ
চারদিকেতে শুনতে পাই তারুণ্যের উচ্ছ্বাস।
তুমি এলেই গ্রাম বাংলায় ধানের শিষে দোলে
মিষ্টি হেসে কৃষাণী তার ভোরের দোরটি খোলে।
পিঠে পুলির ধূম পড়ে যায় গ্রাম গঞ্জের পাড়ায়
হিমেল হাওয়া ভাসিয়ে নিও মিষ্টি সুখের মায়ায়।
১৪/১/২৪