হিমেল হাওয়া ।। স্মরণিকা চৌধুরী




হিমেল হাওয়া জড়িয়ে নিলো সারা শহর গ্রাম
কোথায় তুমি থাকো বলো কোথায় তোমার ধাম? 
উত্তর থেকে আসো নাকি এটুকুই শুধু জানা
তোমার কি গো পাখির মতো আছে দুয়েক ডানা? 
আসলে তুমি আমার গাঁয়ে শীতের কষ্ট নিয়ে
যদি পারো কাঁথা কম্বল আনতে পারো গিয়ে। 
হিমেল হাওয়া আরও এনো রোদ ঝলমল আলো
বসুন্ধরা তোমায় নিয়ে সাঁজবে জমকালো। 
তুমি আসলে ঝিলের ধারে আসে নানান পাখি
চক্ষু জুড়ায় তাদের দেখে প্রাণেতে ছবি আঁকি। 
তুমি এলে বন বনানী হরিৎ রঙে খেলে
শিশির বিন্ধু টুপটুপাটুপ পড়ে ঘরের চালে। 
তুমি আসলে ফায়ার ক্যাম্পে চলে গান আর নাচ
চারদিকেতে শুনতে পাই তারুণ্যের উচ্ছ্বাস। 
তুমি এলেই গ্রাম বাংলায় ধানের শিষে দোলে
মিষ্টি হেসে কৃষাণী তার ভোরের দোরটি খোলে।
পিঠে পুলির ধূম পড়ে যায় গ্রাম গঞ্জের পাড়ায়
হিমেল হাওয়া ভাসিয়ে নিও মিষ্টি সুখের মায়ায়।

১৪/১/২৪

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।