সবুজ প্রকৃতি ।। সাদিয়া জান্নাত প্রমি


চলেছি সবাই দূর দিগন্ত পেরিয়ে 
অপার কোন এক শান্তির খুঁজে 
সেই শান্তি শুধুই আছে 
বাংলার নির্মল সবুজ প্রকৃতিতে !!!

হৃদয় আঙ্গিনা জুড়ে 
সবুজ পরিপাটি ঘাস,, 
সেথায় কোলাহল করে 
বিভিন্ন রকম পাখি আবার
ছোট- বড় পিঁপড়া বারোমাস। 

নীল আকাশ এই সবুজ প্রকৃতি 
ফুলের সুগন্ধ প্রকৃতির 
সেই নির্মল হাওয়া,,, 
নিয়ে আসছে সবার মনে 
সেই সবুজ প্রকৃতির ছোঁয়া। 

জাগ্রত হোক এই মনের চেতনা 
বুঝতে শিখুন সবাই সবুজ 
প্রকৃতির এই আকুল বেদনা। 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post