রেলাইনে দাঁড়িয়ে আধার মাপার তোড়জোড়
বিধ্বস্ত সর্বনামে নতুন সময়ের অপেক্ষা,
অসময়ে তলপেট ভেঙে জলের রক্ত প্লাবনে ভেসে যায় গুটি কয়েক বিশেষ্যরা ক্রিয়া পদের মতো,
দায়ভার কার হবে?
সোডিয়ামের লেভেল কমে গেলেই পাগলামি তো বাড়বেই-
পলেস্তারা খসা ঘরে একটা টিম টিমে আলো অথচ না পাওয়াতেই মিশে আছে প্রত্যাশার প্রতিবিম্ব,
ইউরিয়া লেভেল প্রোটিনের খেলাকে প্রায় স্তব্ধ করে দিয়েছে.
তবু চলেছি বিচ্ছেদের ওখান থেকে এক পা এক পা করে মেহগনি গাছের ছায়ার দিকে,
একটু পরেই বহুরূপী আসবে
ছুটে বেড়ানো হরিণের মতো এও এক পেটের তাগিদ
চেনা স্থাপত্যে অশথ্বের চারা না চেনা পৌত্তলিকতাকে বুঝিয়ে দেয়,
একটা প্যারাসিটামলের সব ব্যথা দূর হয় নাকি?
গুহাচিত্রে মুগ্ধ আবেশ উপেক্ষা করার নয়
অক্ষরেখার দূরত্বে পৃষ্ঠপোষকতায় সবাই একসাথে
আলো নিভে আসে জোনাকি সুখ অক্ষয় হয়ে তাড়িয়ে বেড়ায়,
শব্দের আবাদে রয়ে যায় ক্ষমাহীন হীনমন্যতা।