কনকনে ঠান্ডা বায়ু
বয় শীতকালে,
বুড়ো বুড়ি থাকে সব
লেপটার তলে ।
ঠাকুমার হাতে গড়া
পিঠে আর পুলি,
একবার খেলে পরে
জীবনে না ভুলি ।
নলেন গুড়ের আছে
অদ্ভুত জাদু,
না খেলে তুমি খুব
পস্তাবে চাঁদু ।
শীতকাল এলে ধনী
করে সব মজা,
গরিব মানুষ পায়
ঠাণ্ডায় সাজা ।
গ্রাম+ পোস্ট - চিচুড়িয়া
জেলা - পশ্চিম বর্ধমান
রাজ্য - পশ্চিমবঙ্গ
দেশ - ভারতবর্ষ।