কারা হেসে গেল,কারা ভেসে গেল,কারা গেল শুধু ভুলে
চিনিচাঁপা মেঘ বসে থাকে ফের জলের জানলা খুলে
জানলার ওধারে উড়ে উড়ে যায় পাখিদের খড়কুটো।
তার পিছু গেল ভোকাট্টা ঘুড়ি ,চড়ুইয়ের ছানা দুটো।
আরও গেল কিছু ফিসফাস কথা , চোখ ছুঁয়ে নামা জল
শুকনো পাতার সাথে উড়ে গেল শিশুদের কোলাহল।
কোথা যায় তারা? কোন সে দূরে?নেয় না তো কেউ খোঁজ
এ পাড়ায় তবু আলতা সিঁদুরে রোদ উঠে ঠিক রোজ।
ভাঙা দেয়ালের ইটের ফোঁকড়ে হাসি পড়ে গলে গলে
ইতি উতি চায় বট শিশুটা'য় রোদ মাখানোর ছলে।
কত কচি মুখ, জল ভরা চোখে ঘুমিয়েছে অসময়ে
প্রাণহীন এক প্রাচীন শহর রাত জেগে থাকে ভয়ে।
জীর্ণ দালান গল্পের খোঁজে যেই করে পিছু তাড়া
জানলার ধারে জ্যোৎস্নার ভারে হেসে গলে পড়ে কারা ?
গলে গলে যায় জোনাকি মেয়েরা চিলেকোঠা থেকে দূরে
কিছু হাসি মিলে,কথা আর গান প্রাচীন শহর জুড়ে।
সুবর্ণা দাশ মুনমুন। জন্মগ্রহণ করেছেন ২১শে ডিসেম্বর,সাতকানিয়া উপজেলার কালিয়াইশ গ্রামে।
বাবা বীর মুক্তিযোদ্ধা কাজল কান্তি দাশ ও মা রুমা দত্ত। অর্থনীতিতে সম্মানসহ স্নাতকোত্তর করেছেন সরকারি সিটি কলেজ,চট্টগ্রাম থেকে।পেশাগত জীবনে একজন শিক্ষক হিসেবে কর্মরত আছেন ২০০৯ সাল থেকে।
২০০১ সালে চট্টগ্রামের স্বনামধন্য পত্রিকা দৈনিক আজাদীতে লিখেই তার লেখক সত্তার আত্মপ্রকাশ।
দৈনিক আজাদীতে "জাগো নারী জাগো"র ১৩ টি ধারাবাহিক প্রবন্ধসহ প্রকাশিত হয়েছে তাঁর আরও অনেক প্রবন্ধ,গল্প এবং কবিতা।দেশের প্রায় সবকটি জাতীয় দৈনিকসহ স্বনামধন্য ম্যাগাজিনগগুলোতেও লিখছেন তিনি নিয়মিত।
এর মধ্যে প্রকাশিত হয়েছে তার দুটি কিশোরকবিতার বই
পাখির ডানায় মন (২০২২ ইং)
এবং হাওয়া গান ঝিরঝির (২০২৩ইং)
প্রথম বই "পাখির ডানায় মন"এর জন্য পেয়েছেন "স্বকাল শিশু সাহিত্য পুরস্কার ২০২২"