কাঙ্ক্ষিত স্পর্শ || মো: মাসুদ রানা অভ্র

 


নেই ভয়, আছে প্রেমময় নিশি,
আছে লাজ, তবুও কাছাকাছি।
নির্ভয়ে তোমায় ভালোবাসি।
লোক ,গোত্র করবে না বারণ,
তোমার পরশে কেঁপে উঠলো
স্নাত স্নিগ্ধ সজ্জিত স্পন্দন ।

অনুভবে তুমি রাজাময়, 
আমি প্রজা হলে, সেবা নয়।
স্পর্শের অনুমতি দাও হিয়া খুলে,
অনুরাগ দাও বিরাগ ভুলে,
প্রেমময় করো প্রাণ, হৃদয় যেন দোলে।

চাঁদনী সজ্জিত অর্ধরাতে,
প্রাণ,হিয়া বাঁধি শুধুই তোমাতে।
কাঙ্ক্ষিত স্পর্শ তুলে দাও বুকে,
সজ্জায় ফুলদানি, দাঁড়িয়ো না রুখে।

সুখ সমুদ্র সনাতন করে,
রেখে দাও বক্ষ মাজারে ধরে।
আমি প্রজাপতি, তুমিময় পুষ্পের তরে।
ঘ্রাণ ছড়িয়ে দাও আমার হয়ে,
মুগ্ধতা বিলিয়ে দেব তোমার তরে।

1 Comments

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

  1. অসাধারণ কবিতা।

    ReplyDelete
Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।