শীত এলো ।। নূরজাহান নীরা



কুয়াশার চাদরে মুড়ি
এলো দেখো শীতের বুড়ি
গ্রাম বাংলায় ঐ
মজার মজার পিঠা পায়েস
খাচ্ছে সবাই করে আয়েশ
আর মুড়কি খই।

নানান ফুলের শোভা দোলে
অপরুপ এই বাংলার কোলে
মৌ মৌ গন্ধে
ঝোপে- ঝাড়ে পাখি ডাকে
উড়ে বেড়ায় ফুলে ফুলে
মৌমাছিরা ছন্দে।

এলোরে শীত এলো
কাঁপন দিয়ে ভোর হলো
সূর্য নেই আজ
গরীবের পেট খালি
চলে দিন দিয়ে তালি
নেই যাদের কাজ। 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।