শীত এলো ।। নূরজাহান নীরা



কুয়াশার চাদরে মুড়ি
এলো দেখো শীতের বুড়ি
গ্রাম বাংলায় ঐ
মজার মজার পিঠা পায়েস
খাচ্ছে সবাই করে আয়েশ
আর মুড়কি খই।

নানান ফুলের শোভা দোলে
অপরুপ এই বাংলার কোলে
মৌ মৌ গন্ধে
ঝোপে- ঝাড়ে পাখি ডাকে
উড়ে বেড়ায় ফুলে ফুলে
মৌমাছিরা ছন্দে।

এলোরে শীত এলো
কাঁপন দিয়ে ভোর হলো
সূর্য নেই আজ
গরীবের পেট খালি
চলে দিন দিয়ে তালি
নেই যাদের কাজ। 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post