শীত এসেছে শীত ।। তৌফিকুল ইসলাম চৌধুরী




শীত  এসেছে  শীত   হাঁড়   কাঁপানো  শীত, 
প্রবল  দাপট  শীতের  তবু গাঁয়ে চলে গীত। 
সারা  রাতি শীতের কাঁপন কাঁথায় নেই  উম,
মায়ের আদর সোহাগ তবু আসে নাকো ঘুম। 
চাঁদের  আলোয় দূরের  মাঠে  হৈ  হুল্লোড় খেলা, 
খেলতে গিয়ে হুশ থাকে না যায় যে কখন বেলা ! 
সরিয়ে নেকাব ঘোর কুয়াশার ভোরের আলো ফুটে,
নরম রোদের পরশ পেতে মন বাহিরে ছুটে। 
রসের   হাড়ি    টই  -টম্বুর  ঝুলে   খেজুর  গাছে , 
ভোরের দোয়েল ঘাসের উপর লেজ উচিয়ে নাচে। 
ঘরে   ঘরে পিঠা - পুলি  ভীষণ  খুশি   মন, 
ভাঁপা চিতই পাটি -সাপটা নানা আয়োজন । 
রসভাত   চড়ুইভাতি    বনভোজন   আর   মেলা, 
শীত  এলে  ভাই দেয় যে ধরা নয়তো হেলাফেলা।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post