শীত আসলে পর আমোদ হয় ঘরে ঘরে
পিঠা পায়েস বানায় আত্মীয় স্বজন আসে
পায় নিমন্ত্রণ।
আরাম করে ঘুমায় মোটা কাঁথা কম্বল
গরম করে শরীর,বিছানা নির্ভাবনায়
গ্রহণ করে আমন্ত্রণ।
রাস্তায় ধারে,রেললাইন,স্টেশন,ফুটপাতে
হিম কুয়াশার রাতে যারা মুখ বুজে থাকে
আর্তনাদ করে সব;
বন্ধ হয় প্রকৃতির সব কলরব, নির্ঘুম রাত
যন্ত্রণার জ্বালা পেটে অন্ন নেই, বস্ত্র হীন
তুমি তাকাও রব।
মজনু মিয়া
মির্জাপুর
টাংগাইল।