Homeছড়া-কবিতা শীতের আগমন ।। রুমানা আক্তার রত্না January 30, 2024 0 উত্তরী হাওয়া ধেয়ে আসেছে শীত আগমন নিয়ে, সকাল বিকাল সবখানে যায় কুয়াশার চাদরে মুরে। কর্মে ব্যাস্ত মানুষগুলো ছুটছে আপন কাজে, হাটে বাজারে ভির জমেছে শীতের কাপর কিনতে। ঘরে ঘরে ধুম পরেছে পিঠা পুলি খাবার, অতিথি পাখি ঝাঁকে ঝাঁকে উড়ে বিলে আবার। হালিচা: ছড়া-কবিতা জানুয়ারী ২০২৪ রুমানা আক্তার রত্না শীত সংখ্যা ২০২৪ Facebook Twitter