সম্পর্ক ।। সুবীর সরকার


লণ্ঠনের শরীরে হলুদ পাখির ছায়া।
লণ্ঠনের শরীর জুড়ে মায়া।
দ্রুত পোশাক বদলাচ্ছে চেনা মানুষেরা।
চায়ের দেশে ছড়িয়ে পড়ছে  বাঘের
                                              ডাক
ময়নাতদন্তের মাঠে হাই তুলছে সম্পর্ক।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post