সব গল্প আপেক্ষিক ।। হাসি বসু


শ্যাওলা সবুজ বিলের ওপর  যে সাঁকোটায়
সেদিন সকালেও সবাই এপার থেকে ওপারে
গিয়েছিল সেটার আর চিহ্নমাত্র নেই আজ,
ভেঙে দিয়ে গেছে বিকেলের কালবৈশাখী,
কেন জানিনা  কেউই  তার হিসেব রাখেনি, 
শুধু পানকৌড়ি মাছরাঙা যারা এসে বসতো
সাঁকোর বাঁশের ওপর, তারা খুঁজে চলে 
তাদের সেই প্রিয় সাঁকো। এই থাকা-না থাকার মধ্যে 
বিস্তর কোনো ব্যবধান নেই, 
সাঁকোর হারিয়ে যাওয়ার খবর জানেনা 
পাখিরা, আমি আছি না নেই 
তা জানেনা দাহকাঠ। আপেক্ষিকতার গল্প
পাতা ওল্টাতে থাকে সময়ের, 
সে যার গল্পই হোক, সাঁকোর বা মানুষের… 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post