MrJazsohanisharma

সম্পর্ক ।। দীপন কুমার রায়

 


কি অদ্ভুত সুন্দর! তাই না? 
সময়ের সাথে পাল্লা দিয়ে চলতে চলতে
এক সময় কাছের মানুষ গুলোও হারিয়ে যায়।

আবার অচেনা মানুষকে আপন করে
মেনে নিয়ে চলতে হয় বহুদূর...।
কাঠের দেয়ালে আঁটা দিয়ে সেঁটে
একটুরো কাগজের মতো দৃশ্যমান ।

সম্পর্ক 
তারপর কোনো একদিন ঝড়ের দমকা হাওয়ায় কিংবা 
সময়ের স্রোতে ভাসতে ভাসতে ভাঁটা পড়ে যায় সম্পর্ক।

তার জন্যে কত নিয়ম বিধি নিষেধের বেড়াজাল।
সম্পর্কটাকে টিকিয়ে রাখতে, বলি দিতে হয় নিজের স্বকীয়তা।

প্রাচীরের মতো করে নিয়মে গেঁথে গেঁথে তুলতে হয় 
একটা সম্পর্ক।

সম্পর্কটা আর যাই হোক কাঁচের বেসাতি মনে হয়।
প্রতিদিন যত্ন নিতে হয়, নয়তো ময়লা লেগে যায়।

আবার খুব কাছে থাকলে নিঃশ্বাসের উষ্ণতা লেগেও 
অস্পষ্ট প্রতিবিম্বের মতো হয়ে যেতে পারে। 

সম্পর্ক 
কখনো কখনো দূরে থেকেই মধুর হয়ে যায়।
তার জন্যে চাই ধৈর্য আর পোহাতে হয় অনেক প্রহর। 
প্রিয় মানুষের ঘামের গন্ধে আলাদা অনুভুতি।
প্রিয় মানুষের পায়ের আওয়াজ এ মুখরিত প্রাঙ্গন।
প্রিয় মানুষের কন্ঠ স্বরে জেগে ওঠে ভালোবাসা। 

সম্পর্ক 
এটাকে কখনো রক্তের দিয়ে পরিমাপ করতে নেই। 
প্রারব্ধ অনুযায়ী কখনো হয়ে উঠে জন্ম জন্মান্তরের । 

সম্পর্ক 
সম্পর্কগুলো ভাত চায় না কাপড় চায় না। 
একটু যত্ন ও ভালোবাসায় ধরে রাখুন। 
দূরে হোক বা কাছে, বাঁচিয়ে রাখুন। 

এ পৃথিবী আপনাকে নিঃসন্দেহে নিঃসঙ্গতা দিবে 
প্রতিটা ক্ষণে যদি আপনার সম্পর্ক নামের দেয়াল না থাকে। 

সরকার পাড়া, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও। 

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।

1 Comments

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post