একটু আগেই বিকেল গেছে
ভুবনচিলের ডানায় চড়ে
ছাই রঙা সব রোদের মত
পালিয়ে যাওয়ার বায়না ধরে।
লজ্জাবতীর চোখের পাতায়
ঘুমের তখন আস্ত পাহাড়
কুয়াশাদের নকশিকাঁথায়
তুলোট ধূলোট রূপের বাহার।
অচিন গাঁয়ের তুলসী তলার
নিভু নিভু প্রদীপগুলো
মুয়াজ্জিনের আযান শুনে
মাড়িয়ে গেছে মনের ধূলো।
হঠাৎ করে, হঠাৎ করে
চুপ হয়ে যায় কোথায় কারা
ঝিঁঝিঁর সাথে তানপুরাতে
আলাপ ধরে কাঁচপোকারা।
কেমন যেন সন্ধ্যা তখন
নামছে ধীরে,,,
উম ছড়ানো ডাহুক মেয়ের
বুকের নরম পালক ঘিরে
ভীষণ ধীরে,,,,!
সুবর্ণা দাশ মুনমুন। জন্মগ্রহণ করেছেন ২১শে ডিসেম্বর,সাতকানিয়া উপজেলার কালিয়াইশ গ্রামে।
বাবা বীর মুক্তিযোদ্ধা কাজল কান্তি দাশ ও মা রুমা দত্ত। অর্থনীতিতে সম্মানসহ স্নাতকোত্তর করেছেন সরকারি সিটি কলেজ,চট্টগ্রাম থেকে।পেশাগত জীবনে একজন শিক্ষক হিসেবে কর্মরত আছেন ২০০৯ সাল থেকে।
২০০১ সালে চট্টগ্রামের স্বনামধন্য পত্রিকা দৈনিক আজাদীতে লিখেই তার লেখক সত্তার আত্মপ্রকাশ।
দৈনিক আজাদীতে "জাগো নারী জাগো"র ১৩ টি ধারাবাহিক প্রবন্ধসহ প্রকাশিত হয়েছে তাঁর আরও অনেক প্রবন্ধ,গল্প এবং কবিতা।দেশের প্রায় সবকটি জাতীয় দৈনিকসহ স্বনামধন্য ম্যাগাজিনগগুলোতেও লিখছেন তিনি নিয়মিত।
এর মধ্যে প্রকাশিত হয়েছে তার দুটি কিশোরকবিতার বই
পাখির ডানায় মন (২০২২ ইং)
এবং হাওয়া গান ঝিরঝির (২০২৩ইং)
প্রথম বই "পাখির ডানায় মন"এর জন্য পেয়েছেন "স্বকাল শিশু সাহিত্য পুরস্কার ২০২২"