শীত এসেছে ।। তামীম আহমদ সাদী


শীত এসেছে- ফুল বাগানে
শিশির ঝরে ছন্দে,
ভোর বিহানে মন ভরে যায়
ফোটা ফুলের গন্ধে।

শীত এসেছে-গাছের ডালে
ঝরছে পাতা সব, 
ডালে ডালে পাখিরা তাই
করছে কলরব। 

শীত এসেছে-খেজুর গাছে 
ঝরছে মধুর রস,
গাছে গাছে বাঁধছে চাষি
মাটির-ই কলস। 

শীত এসেছে ঘরে ঘরে—
পিঠা খাওয়ার ধুম,
ধনীর ঘরে-শীতের আমেজ
লেপ-কমলে উম্।

শীত এসেছে-গরীব-দুখীর
বস্র নাহি রয়!
ইস্টিশনে পথশিশুদের
কষ্ট ভীষণ হয়।

৮ জানুয়ারি ২০১৮ ঈসায়ি।
সোমবার,সকাল-১১টা ৫০মি. 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।