শীত এসেছে- ফুল বাগানে
শিশির ঝরে ছন্দে,
ভোর বিহানে মন ভরে যায়
ফোটা ফুলের গন্ধে।
শীত এসেছে-গাছের ডালে
ঝরছে পাতা সব,
ডালে ডালে পাখিরা তাই
করছে কলরব।
শীত এসেছে-খেজুর গাছে
ঝরছে মধুর রস,
গাছে গাছে বাঁধছে চাষি
মাটির-ই কলস।
শীত এসেছে ঘরে ঘরে—
পিঠা খাওয়ার ধুম,
ধনীর ঘরে-শীতের আমেজ
লেপ-কমলে উম্।
শীত এসেছে-গরীব-দুখীর
বস্র নাহি রয়!
ইস্টিশনে পথশিশুদের
কষ্ট ভীষণ হয়।
৮ জানুয়ারি ২০১৮ ঈসায়ি।
সোমবার,সকাল-১১টা ৫০মি.