অন্তিম প্রেম || মো: হেলাল মিয়া




তোমার জন্য শত শতাব্দী অপেক্ষা করলাম,
অথচ তোমাকে পাওয়া হলো না। 

রোদে পুড়ে,বৃষ্টিতে ভিজে সকল বাঁধা বিপত্তি অতিক্রম করে,এক বিশাল মরুর পথ পাড়ি দিলাম।
কিন্তু,তোমাকে পাওয়া হলো না।

তারপর,কণ্টকাকীর্ণ আকাশসম পাহাড়ের চূড়া ডিঙালাম,
অথচ তোমাকে পাওয়া হলো না 

জমাটবদ্ধ বরফের উপত্যকায় হিমশীতল পরিবেশে কোনোমতে বেঁচে ফিরলাম।
সে বারেও তোমাকে পাওয়া হলো না।

জীবনের নানান বাঁকে শুধু তোমার জন্য বেদনা দগ্ধ হলাম,
তবুও তোমাকে পাওয়া হলো না।
 
এক বিশাল খরস্রোতা নদী তোমার জন্য সাঁতরে পার হলাম,
অথচ তোমাকে পাওয়া হলো না। 

বাবার অট্টালিকা ছেড়ে তোমার জন্য কুঁড়ে ঘরে ঠাঁই নিলাম,
তথাপি তোমাকে পাওয়া হলো না। 

শূন্য হাতে অশ্রুসিক্ত নয়নে তোমার কাছে ছুটে এলাম,
তবুও তোমাকে পাওয়া হলো না। 

শুধু তোমার অনন্ত সুখের জন্য মৃত্যুসম যন্ত্রণা বুকে লালন করলাম,
কিন্তু তোমাকে পাওয়া হলো না।

তোমার জন্য আনমনে কত অপেক্ষার প্রহর গুনলাম,
তবুও তোমাকে পাওয়া হলো না। 

জীবনে অনেক সুন্দরী ষোড়শীর প্রণয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করলাম,
অথচ তোমাকে পাওয়া হলো না।

তোমার শুষ্ক মরুতে ফুল ফুটালাম,
কিন্তু তোমাকে পাওয়া হলো না।

তোমার সুখের জন্য আরও কতকিছু ছাড়লাম,
তবুও তোমাকে পাওয়া হলো না। 

ঝড়ো হাওয়ার রাতে বিজলীর চমকানিতেও তোমার জানালার পাশে দাঁড়িয়ে ছিলাম,
অথচ তোমাকে পাওয়া হলো না। 

ধরণীর বুকে একটি মাত্র ক্যামেলিয়া ফুটেছিল,
সেটি কীটের আক্রমন থেকে রক্ষা করে তোমার জন্য নিয়ে এলাম,
তথাপি তোমাকে পাওয়া হলো না।

শিমুল,বকুল, কৃষ্ণচূড়া তোমার পছন্দের ছিল তাই সে গুলো অনেক কষ্ট করে তোমাকে দিয়েছিলাম,
অথচ তোমাকে পাওয়া হলো না। 

বুনোফুলে তোমাকে বেশ দারুণ লাগতো,সে জন্য বুনোফুলের যত্ন নিলাম,
কিন্তু তোমাকে পাওয়া হলো না। 

লজ্জা-শরম ত্যাগ করে তোমাকে প্রেম নিবেদন করেছিলাম,
তুমি গ্রহণ করেছিলে অথচ তোমাকে পাওয়া হলো না।

যখন তোমাকে প্রায় পেতেই  গেছিলাম তখন তুমি হারিয়ে গেলে অসীমের অন্তে।
তাই আর তোমাকে পাওয়া হলো না।



শিক্ষার্থী, 
ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, 
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।