এক পলক দেখে যাওয়া ।। আদনান আল মিসবাহ



সেদিন
আলাপনের শুভ্রতা প্রদীপের মতো ছিল না 
সিঁড়ির শেষবিন্দুতে উপনীত হওয়ার পূর্ব মুহূর্তে
কোলাহলের বিরক্তিকর শরীর ক্ষতবিক্ষত করেছে 
নাতিদীর্ঘ পথ পেরিয়ে তোমার 
এক পলক দেখে যাওয়া


বাঁ দিকের গলি থেকে উদ্ভাসিত 
প্রেয়সীর মুখ 
চোখাচোখি হওয়ার মত বাহারি দৃশ্য ছিল না 
নদীর মতো নিরবধি বয়ে যাওয়া বিস্ময়ের মাথা
কুঠারাঘাতের নির্মমতায় থমকে দিয়েছে 
ভ্রুকুঞ্চিত শ্রীমান মুখাবয়বে তোমার 
এক পলক দেখে যাওয়া


সময়ের পরিসীমা 
বাঁধন ছিন্ন করার মতো তীব্র বেগবান ছিল না 
অসংখ্য প্লেটের ঝনঝনানি 
কোনরূপ পূর্ব সংকেত ছাড়া আচমকা মরে গেছে
এমনকি-
মিনিট সেকেন্ডের অমোঘতাকে হত্যা করতে পারে 
কৌতুহলী মননের মৃদু তাড়নায় তোমার 
এক পলক দেখে যাওয়া


ক্ষনিকের ম্রীয়মান কথকতা
খুব বেশি রসালো আবেগপূর্ণ ছিল না 
বাক্য শেষ হওয়ার আগেই প্রশ্ন চিহ্ন 
শরীরের লোমগুলো দন্ডায়মান যেন-
ডিসেম্বরের কুচকাওয়াজ 
আতঙ্ক, ত্রাস, হুমকির মতো ভয়াবহতা ছড়িয়েছ
ঈর্ষান্বিত রক্তচক্ষু নিয়ে তোমার 
এক পলক দেখে যাওয়া


1 Comments

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।