যুদ্ধে যাবো।। আতিক এ রহিম

 


যুদ্ধে যেতে চাইছে খোকা 
আনবে স্বাধীনতা
জান দিবনা মান দিবনা
থাকবনা পরাধীনতা।
যুদ্ধে যেতে চাইছে খোকা 
মাতৃভূমির জন্য 
কোনো লোভে হয়নি লোভী
পাক সেনাদের পণ্য। 
যুদ্ধে যেতে চাইছে খোকা 
বঙ্গবন্ধুর ডাকে
স্বাধীনতা আনবে কেঁড়ে 
দেয় শত্রুদের রুখে।
যুদ্ধে যেতে চাইছে খোকা 
আনবে পতাকা
সেই পতাকায় আছে জমে 
শহীদ জননীর কথা। 
যুদ্ধে যেতে চাইছে খোকা 
মা হারানোর শোকে
স্বজন হারা দুঃখ ব্যথা
জ্বলে আজও বুকে।
মা হারানোর  কষ্ট বুকে 
আগলে ধরে রাখি
বিজয় পতাকার রূপ রেখা
চোখের কোণে আঁকি।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post