মায়ের মুখে শুনেছিলাম
মুক্তিযুদ্ধের কাহিনী
অত্যাচারে মেতেছিল
এদেশে পাকবাহিনী।
দিনে দিনে বাড়তে থাকে
অত্যাচারের মাত্রা
তখন হলো স্বপ্ন শুরু
দেশ স্বাধীনের যাত্রা।
স্বাধীনতার স্বপ্ন বোনেন
শেখ মুজিবুর রহমান
তার ইশারায় চলতে থাকে
মুক্তিযুদ্ধ বহমান।
একে একে নয়টি মাসে
যুদ্ধ চলে দেশে
লক্ষ প্রাণের বিনিময়ে
স্বাধীন অবশেষে।
সংগ্রামী সেই ইতিহাসের
জানার আরও বাকি
স্বাধীনতার মাসটিতে সেই
অপেক্ষাতে থাকি।
মুক্তিযুদ্ধের কাহিনী
অত্যাচারে মেতেছিল
এদেশে পাকবাহিনী।
দিনে দিনে বাড়তে থাকে
অত্যাচারের মাত্রা
তখন হলো স্বপ্ন শুরু
দেশ স্বাধীনের যাত্রা।
স্বাধীনতার স্বপ্ন বোনেন
শেখ মুজিবুর রহমান
তার ইশারায় চলতে থাকে
মুক্তিযুদ্ধ বহমান।
একে একে নয়টি মাসে
যুদ্ধ চলে দেশে
লক্ষ প্রাণের বিনিময়ে
স্বাধীন অবশেষে।
সংগ্রামী সেই ইতিহাসের
জানার আরও বাকি
স্বাধীনতার মাসটিতে সেই
অপেক্ষাতে থাকি।