পাখির কাছে শিখতে পারি
স্বাধীনতা মানে,
মুক্ত পাখি বন্দী পাখি
জানে ওরা জানে।
একটি পাখি বন্দী ছিলো
গাইলো দুঃখের গান,
পরাধীনের দিনগুলো ঠিক
নদীর জলে বান।
এই পাখিটি চাঁদ দেখেনি
দেখেনিতো রবি,
আঁকতে গিয়ে চাঁদ ও রবি
আাঁকলো দুঃখের ছবি।
অন্য পাখি স্বাধীন ছিলো
ইচ্ছে হলে ওড়ে,
চাঁদ ও রবির সাথে খেলে
গান গেয়ে যায় ভোরে।
সেই পাখিটি ছবি আঁকে
কেউ করে না মানা,
স্বাধীনতার সুখটা কেমন
এই পাখিটার জানা।