স্বাধীনতার চেতনা ।। প্রহ্লাদ কুমার প্রভাস



তুমি করেছিলে সূচনা, আনতে এই স্বাধীনতা জাগিয়েছিলে নতুন প্রাণ।
তুমি দিয়েছিল অণুপ্রেরণা, ৭ ই মার্চে ঘোষণা হাজারো বাঙালির জীবন করেছো দান।।

নতুন রূপে, এই ধরা মাঝে 
শিখেছিল তারা অধিকার কাকে বলে??
তোমারই সেই ঘোষণা, জাগিয়েছিল বাঙালির চেতনা 
বুঝেছিল বাঙালি চলবে না দূর্বল হলে।।

 দিয়েছো সেই সনদ, যা ছিল বাঙালির মুক্তির রসদ 
 বুঝেছিল তারা পরাধীনতা ভালো নয়।
 তোমার সেই ডাক, ঘোর আঁধারের সোনালী সূর্য 
 তা বাঙালির নতুন চেতনা জাগায়।।

হাজারো বাঙালী শিখেছিল ঐক্য হয়েছিল এক
স্বাধীনতার স্বাধ নিতেই হবে।
তোমার ঘোষণার মূল বিষয়,বাঙালির স্ব-অধিকার
শৃঙ্খল মুক্ত হতেই হবে তাই যুদ্ধে নিমেছিল সবে।

তব বজ্র কন্ঠী সেই ঘোষণা।
জাগিয়ে ছিল যা বিশ্ব বাঙালির স্বাধীনতার চেতনা।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post