মোঃ হাসু কবির'র ছড়া মা মাটির গ্রাম


মা মাটির গ্রামখানি
মায়া দিয়ে ঘেরা
গ্রামের ঐ ঘর বাড়ি
মমতার বেড়া।

শান্তির খনি লাগে
ছোট ঘরগুলো
ঘ্রাণ পাই মেখে নিলে
পথের ঐ ধূলো।

স্বর্গীয় সুধা যেন
নির্মল বায়ু
তরতাজা শাক ভাতে
বাড়ে বেশ আয়ু।

সবুজের মাখামাখি
কাছে কিবা দূরে
গ্রাম ছেড়ে আসলেই
ভাসে চোখ জুড়ে।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।