Homeছড়া-কবিতা মোঃ হাসু কবির'র ছড়া মা মাটির গ্রাম May 06, 2020 0 মা মাটির গ্রামখানি মায়া দিয়ে ঘেরা গ্রামের ঐ ঘর বাড়ি মমতার বেড়া। শান্তির খনি লাগে ছোট ঘরগুলো ঘ্রাণ পাই মেখে নিলে পথের ঐ ধূলো। স্বর্গীয় সুধা যেন নির্মল বায়ু তরতাজা শাক ভাতে বাড়ে বেশ আয়ু। সবুজের মাখামাখি কাছে কিবা দূরে গ্রাম ছেড়ে আসলেই ভাসে চোখ জুড়ে। হালিচা: ছড়া-কবিতা হাসু কবির Facebook Twitter