জাহিদ হাসান'র কবিতা ডাক্তার।। বর্ণপ্রপাত


ডাক্তার তুমি আছ বলে
মৃত্যুপুরীতে বাঁচার স্বপ্ন দেখি
এখনো ভাবতে পারি মুক্ত হয়ে
শুনতে পাব পাখির ডাকা ডাকি।

আবার যাব বৈশাখি মেলায়
এক বিকেলে, হাজারো মানুষের ভীরে।
আবার ঘুরব হাতিরঝিল-সদরঘাট
জোৎস্নার রুপালি আলোয় মিশে।

আবার বাবা ঘরে ফিরবে হাট থেকে
উপাসনালয় ভরে যাবে মানুষে।
হাতে হাত রাখতে থাকবে না বাঁধা
জিতবে বাংলাদেশ মেতে উঠব উল্লাসে।

আবার শুনব একসাথে চল, একতাই বল
নজরুলের সেই প্রভাতের তরুণ দল।
আবার বেজে উঠবে লক্ষ সুরের গান
ডাক্তার, তুৃমি বীর হয়ে বেঁচে থাকবে হৃদয়ে।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post