ওয়াসীম আকরাম'র কবিতা অপেক্ষা ।। বর্ণপ্রপাত


অপেক্ষার তিক্ষ্ণ কাঁটা গুলো মচমচ করে
হৃদয়ের এপাড়-ওপাড় ভেদ করে যাচ্ছে;
অজানা এক শকুনে নিরন্তর মস্তিষ্কের নিউরণে
নতুন পুরাতন মজ্জা কোষ দিব্যি কুড়ে কুড়ে খাচ্ছে।

সারা আসমান-ধরিত্রী এপাশ-ওপাশ উল্টে দেখি
সূর্যের তাপে পুড়ে ছাই, ধূসর-ভষ্ম দেহ-মন।
রক্তের ছোপ ছোপ চিহ্ন শুকিয়ে দুর্বুদ্ধ জলছাপ
মানুষের যত্নের ছোঁয়া লাগেনি সহস্র বছর।

নীলাম্বরে চোখ, চোখের রেটিনায় কালো মেঘের বাসা
মস্তিষ্কের দর্শন অনুভূতি বজ্রাঘাতে ঝলসে ভূলুণ্ঠিত।
কাজলের রং দেহ বেয়ে নেমে গেছে বৃষ্টির জলে
চির অন্ধকার পৃথিবী, থৈ থৈ অন্ধকার বহে রক্ত শিরায়।

পরিত্যক্ত জনপদ পরিত্যক্ত আত্মার অনন্ত অপেক্ষা
মানবের আদিম সুখ গৃহবন্ধি, জীর্ণ অন্ত কুটিরে।
বহু সভ্যতা মুছে গেছে নিঃসঙ্গ মানবিক অনাচারে
মানুষ চেনার অপেক্ষায় নিশাচর, মানুষের ভীরে।

রচনাকালঃ ০৯/০৫/২০২০ইং
০৯ কিয়ানটেক ড্রাইভ, সিংগাপুর।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post