মিজান খন্দকার সাহিত্য পুরস্কার ২০২২ পেলেন শামীম সৈকত


"তীব্র কুড়িগ্রাম" সাহিত্য পত্রিকা প্রবর্তন করল মিজান খন্দকার সাহিত্য পুরস্কার। বাংলা সাহিত্যে মিজান খন্দকারের অবস্থানকে স্মরণীয় করে রাখতে এর প্রবর্তন করা হয়। ২১ অক্টোবর, ২০২২খ্রিস্টাব্দে কুড়িগ্রাম পাবলিক লাইব্রেরিতে বিকাল ৪ ঘটিকায় অনুষ্ঠানের মধ্যদিয়ে এই পুরস্কার তুলে হয়। 

২০২০ সালে প্রকাশিত "মেরুন সন্ধ্যালোক" কাব্যের জন্য "মিজান খন্দকার সাহিত্য পুরস্কার ২০২২" পেলেন কবি শামীম সৈকত।

নুসরাত জাহান ও মোখলেছুর রহমানের সঞ্চালনায় চিত্রিত স্বরূপের অনুভববোধ সবিশেষ মিজান খন্দকার স্মারক বক্তৃতা পাঠ করেন তীব্র কুড়িগ্রাম সম্পাদক সুশান্ত বর্মণ।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত সমাজসেবক এস.এম. আব্রাহাম লিংকন। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক শফি খান, একালের সম্পাদক ও গল্পকার জুলকারনাইন স্বপন, উদীচী কুড়িগ্রামের সভাপতি নিজামুল হক বিলু, কবি ও আবৃত্তিকার আশিষ বকসি, সাম্প্রতিক কুড়িগ্রামের সভাপতি শাহিনুর রহমান, বিন্দুর সম্পাদক ও কবি সাম্য রাইয়ান প্রমুখ। 

পুরস্কার হাতে পেয়ে শামীম সৈকত উচ্ছ্বসিত হয়ে বলেন এই পুরস্কার আমাকে প্রেরণা জোগাবে। 

প্রতিবছর কুড়িগ্রাম জেলায় জন্মগ্রহণ করা, অনূর্ধ্ব ৪০ বৎসর বয়সের সৃষ্টিশীল লেখক এই পুরস্কারের জন্য বিবেচিত হবেন। ছড়া, কবিতা, গল্প, উপন্যাস, মুক্তগদ্য, প্রবন্ধ সহ মৌলিক গবেষণা, সম্পাদনা ও অনুবাদকর্মের জন্য এই পুরস্কার প্রদান করা হবে।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।