শাহিনুল ইসলাম লিটন:
"ওকি গাড়িয়াল ভাই কত রবো আমি পন্থের দিকে চায়ারে..... " জনপ্রিয় গানটির গীতিকার ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দীন আহমদের ১২২তম জন্মোৎসব পালন করেছে বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমি উলিপুর, কুড়িগ্রাম। ২৭ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দে বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমি চত্বরে আব্বাসউদ্দীন মঞ্চে এই জন্মোৎসব পালন করা হয়।
দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম সাঈদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুব্রত কুমার ভট্টাচার্য। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক সফি খান, ভাওয়াইয়া শিল্পী নূর মোহাম্মদ চৌধুরী, গীতিকার জনাব তৌহিদ - উল ইসলাম প্রমুখ।
আলোচনায় বক্তারা ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দীনের বর্ণাট্য জীবনের আলোচনা করেন। তারা বলেন, বিশ্ব সাংস্কৃতিক অঙ্গনে এবং সাধারণ মানুষের হৃদয়ে ভাওয়াইয়া গানকে পৌঁছে দিতে আব্বাসউদ্দীন যে ভূমিকা পালন করেছেন তা অনস্বীকার্য। তার এই ঋণ শোধ যোগ্য নয়।