Homeকবির কাঞ্চন এই তো আমার সুখ ।। কবির কাঞ্চন November 14, 2022 0 কুঁড়েঘরে থাকি বলেনেই তো আমার দুখআকাশ আমার অনেক বড়এই তো আমার সুখ।পথের ধারে থাকি বলেনেই তো আমার দুখবাতাস আমার সঙ্গে আছেএই তো আমার সুখ।ভিটেমাটি ভাঙছে বলেনেই তো আমার দুখনদীর আমার বন্ধু হলোএই তো আমার সুখ। হালিচা: কবির কাঞ্চন ছড়া-কবিতা হেমন্ত সংখ্যা ২০২২ Facebook Twitter