কে দিয়েছে উঁচুর খোঁজ ।। সুবীর ঘোষ

 

দরজা আমিই বন্ধ করি দরজা আমি খুলি

দরজা দিয়ে বেরিয়ে যায় শায়িত পাতাগুলি ।

ঝরাপাতার শখ হয়েছে সোনালি চিল হবে

কে দিয়েছে উঁচুর খোঁজ কুমন্ত্রণা কবে ?

 

পুকুরপাড়ে তৃষ্ণা পায় স্নানের ইচ্ছা জাগে

ঠোঁটের ভেতর খিদের সাধ, খিদের জন্ম রাগে ।

শস্য কেটে চালান দেয় মজুতদারের চেলা

ঘরগেরস্ত ওলোটপালট গরমে বাড়ে বেলা ।

 

দরজা দিয়ে বেরিয়ে যাবে আমার দিনলিপি

অনেক কষ্ট যত্ন করেও আঁটে না মুখে ছিপি ।

কে দিয়েছে রাস্তা বলে দূর পাহাড়ে যাওয়ার ?

শুয়েছি রাতে মাদুর পেতে কামনা শুধু হাওয়ার ।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post