প্রিয়জন বিহনে ঘুম, শূন্য হয়ে উড়ে যায় !!
রাতের স্তব্ধতা আমার, ছুঁতে পারে না মন ।
ক্ষণিকের বিষণ্নতা গিলে, থেকে যায় তখন,
অশান্ত করে মন আমার, থেকে থেকে চমকায় !!
নিরবচিত্তে আমি, জ্বালিয়ে পুড়িয়ে সদায়,
চোখ বুঁজে চিন্তা চেতনা, গভীরে ডুব যখন ।
বিস্তৃত হৃদ যাতনা, অস্থিরতা কিছুক্ষণ !!
খন্ডপ্রলয় করে ব্যথিত, মহাকাশ বদলায় ।
কি যাতনা এই বিষে, বুঝবে সে হঠাৎ কিসে?
বিচলিত করে অতৃপ্ত মন, থেকে আনচান !
দেহ কাতর অনিদ্রায়, এক জোড়া নয়ন ভরে,
জল ছলছল করে, অনাকাঙ্ক্ষিত ভোগ বিলাসে!
অতৃপ্ত হৃদয় জুড়ে, কষ্টরা হয়ে যায় ম্লান!
এইসব আজগুবি ভাবনা, রাতভর মনে পড়ে ।