কবি কেন মিলবেনা অনন্ত ফাগুনে? ।। শিহাব ইকবাল

 


নদী যদি মিলে যায় সাগরের সঙ্গে,
জ্যোতি যদি মিলে যায় চেতনার অঙ্গে,
পাখি যদি মিলে যায় প্রকৃতির পুষ্পে,
আঁখি যদি মিলে যায় বিষাদের বাষ্পে,
আশা কেন মিলবেনা অসীমের প্রান্তে?
ভাষা কেন মিলবেনা হৃদয়ের অন্তে?

বাঁশি যদি মিলে যায় বাসনার বিশ্বে,
হাসি যদি মিলে যায় আকাশের শীর্ষে,
ছবি যদি মিলে যায় কবিতা ও গল্পে,
সবি যদি মিলে যায় অধিক এবং অল্পে,
বিধি কেন মিলবেনা বোধনের বাঁধনে?
প্রীতি কেন মিলবেনা শোভনের সাধনে?

বাণী যদি মিলে যায় বেণু আর বীণাতে,
গুণী যদি মিলে যায় চেতনার নিনাদে,
খুশি যদি মিলে যায় আনন্দ মিছিলে, 
রুচি যদি মিলে যায় বসন্ত নিখিলে,
রবি কেন মিলবেনা হেমন্ত আগুনে?
কবি কেন মিলবেনা অনন্ত ফাগুনে?

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।