কোকিল তুমি নীরব কেন?
ভোর জাগা সুরের বাতাসে।
জনকোলাহল থমকে গেছে
মৃত্যুপুরী মায়া নগরে!
সমাজ চিত্র বদলে গেছে
ফাটা বাঁশের গোঙানিতে।
কোকিল তুমি নীরব কেন?
ভুখা যন্ত্রণা গুলো কাঁদছে!
ঘাসের আগায় কুয়াশা জমেছে,
নীরব বিন্দু বিন্দু ফোঁটা হয়ে!
বসন্ত কেন বদ্ধ খাঁচায়?
কোকিল আসে না ফিরে?
হৃদয় গহ্বরে কত মর্ম ব্যথা,
শতাব্দীর কোকিল কেন কাঁদছে?
তোমার ভবিষ্যতে নতুন কুঁড়ি হয়ে,
একদিন ভোর জাগা সুরে ডাকবে।
বসন্ত আজ নীরব কেন?
কোকিল আসে না ফিরে!