হেমন্ত ll মোশারফ রিপন




গাঁদা ফুলের হলদে আভায়
এলো ঋতু রাণী হেমন্ত
নতুন ধানের মিষ্টি গন্ধে 
উদাস হলো মনতো

আনন্দ আজ সবার ঘড়ে
সুখ দিচ্ছে দোলা,
নতুন ধানে ভরছে দেখো
সব কৃষকের গোলা।

নতুন পিঠা আর পুলিতে
পাড়া জুড়ে ধুম,
বাউল গানের বসছে আসর
কেড়ে নিচ্ছে ঘুম।

হেমন্ত ঋতু সবার প্রিয় 
সবার থেকে অনন্য
বছর ঘুড়ে আসুক নিয়ে 
সবার ঘরে নবান্ন।। 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post