MrJazsohanisharma

মউলি ।। নীরেশ দেবনাথ

 


সুন্দরী ফুলের বুক ভরা মধু থাকে যত
অলিদল আহরিয়া সঞ্চিত করে অবিরত।
ছোট ছোট মৌমাছিদের পরিশ্রমের ফল
ফুলের মধু গেজে সৃষ্টি হয় মিষ্টি পরিমল।
মৌমাছির কষ্ট লব্ধ সব ফুলমধু থাকে
আশ্চর্য্য সুন্দর কারিগরি শিল্পিত মৌচাকে।
মউলিরা এনে দেয় সেই মধু  মানুষের তরে  
মৌমাছির গুনগান হয় প্রতি ঘরে ঘরে।

বন থেকে মধু সংগ্রহ সোজা নয় মোটে
কত কষ্ট, কত ভাগ্য-বিড়ম্বনা যে জোটে!
সে কথার খোঁজ কী কেউ কখনো রাখে?
সুস্বাদু মধু খেয়ে আনন্দে সবে বুঁদ হয়ে থাকে।

কিন্তু সুন্দরবনে দুর্ভাগা মউলিরা হয়ে যায় সংবাদ
রয়েল বেঙ্গল টাইগার করে প্রাণ বরবাদ।
নয়তো বা কুমীরে জলের অতল তলে
টেনে নিয়ে গিয়ে খায় চিবিয়ে সবলে।
প্রাণটা নিয়ে নেয় চপলা গতি বিষধর
নইলে নিদেন পক্ষে বড় ভারী অজগর।

বনবিবি কোথা থাকে, করে না তো রক্ষা!
দক্ষিণ রায় কোথা, কালু রায় দিয়ে যায় ফক্কা!
মউলিদের ঘরে ঘরে শোনা যায় হাহাকার,
মধুলোভী মানুষের শুধু মধুটুকু দরকার।
মধুমাখা ব্রেড মুখে সাহেব বলে - অযোগ্য এ সরকার
কিচ্ছুটি করে নাকো যা করার দরকার।
কান্নার রোল ওঠে কাদামাখা দর্মার ঘরে
ল্যাংটো বাচ্চাটা চেয়ে থাকে ফ্যালফ্যাল ক'রে।
মউলির সংসার চলুক বা না চলুক ক্ষতি নেই
পৃথিবীটা তবু ঘুরতে থাকবে আপনার গতিতেই।

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post